চন্দ্রমা,
এখন আর তোমারে ইচ্ছে করে আগের মতো ভাবি না।
ভাবিলে মনে হয়, তুমি আমার থেকে বেশি দূরেনা।
অথচ তোমার আর আমার দূরত্ব
মাইল গজে হিসাব করার মতো না!


এখন আর তোমারে নিয়ে স্বপ্নও দেখিনা!
স্বপনে আমার বুক ফেড়ে বৃক্ষের মতো করে
ডালপালা গজাও।
পাতাগুলো যেনো ঝলমলে হাসে।
একটা সময় গাছে ফল-ফুল সবই আসে।
কিন্তু তারপর শেষে কেউ একজন এসে
শেকড়গুলো কেটে বুক থেকে উপড়ে দিয়ে যায়
সেই গাছ!


এখন আর বারবার মোবাইল-ওয়ালপেপারে রাখা তোমার ছবিটিও দেখিনা চন্দ্রমা!


অসহায়ের মতো থাকিয়ে থাকা তোমার চোখ দুটি
ইশারায় ডাকে কপালে চুমু খেতে।
বলো চন্দ্রমা, আমার কি আর সাধ্য আছে
তোমার কপালে চুমু খাওয়ার?


তুমি যে আজ আমার থেকে অনেক দূরে!



------------------