বন্ধুত্বের বন্ধন রক্তের সম্পর্কের মত নয়
তবুও  কিছু বন্ধুত্ব পর্বতসম দৃঢ় হয়
এবং সে বন্ধুত্ব থেকে যায় আমৃত্যু।


বন্ধুত্বের মধ্যে  চাওয়া পাওয়া
কিংবা খুব বেশি আশা আকাঙ্ক্ষার
স্থান দিতে হয় না,
দিলে তাতে কেবলি বন্ধুত্ব নষ্ট হয়।


বন্ধুত্বের সম্পর্ক চলে এর নিজস্ব নিয়মে
মান অভিমান,  চাওয়া পাওয়া
আশা আকাঙ্ক্ষা আরো সব
পাওয়া না পাওয়ার হিসাব
বন্ধুত্বের বাইরে রাখতে হয় এসব।


বন্ধুত্বের বন্ধনের গভীরতা
পরিমাপের কোনো মাপকাঠি
হয়তো আজ পর্যন্ত তৈরী হয় নি,
যদিও ভরাপকেটে বন্ধু চেনা দায়
তবুও বিপদে পড়লে ঠিকই বন্ধু চেনা যায়।


বন্ধু কখনো চাটুকার হয় না
বন্ধু কখনো বন্ধুকে
ভুল পথে চালিত করে না
বরং  ভুল গুলো চোখে আঙ্গুল দিয়ে
দেখিয়ে দেয়।


বন্ধু মানেই হলো,
সুখে দুঃখে একসাথে চলা
দুঃখ কষ্ট পায়ে মাড়িয়ে
সামনে এগিয়ে চলা।


বন্ধু শুভজন্ম দিন
জন্মদিনে প্রার্থনা
সারাটা জীবন হোক  রঙিন।
     #নাফিসের_জন্মদিন