জীবনের লক্ষ্য টা খেয়ে গেছে থামকি
হৃদয়ের আকুতিরা খেয়েছে রে ধামকি
অজস্র বারিধারা, বিবেকের নেই সারা
স্বপ্নরা মারা যেতে আর বা লাগে কি?
জীবনের লক্ষ্য টা খেয়ে গেছে থামকি।


আজ আর নেই ভাই উঁচু উঁচু অভিলাষ
কণ্ঠাগত হয়ে গেছে হৃদয়ের যত আশ
সিক্ত নয়নে আজ, ভাবনার মহারাজ
কেঁদে কেঁদে হা হুতাশ করে আর লাভ কি?
জীবনের লক্ষ্য টা খেয়ে গেছে থামকি।


স্রোতের আবহে তাই ছেড়ে দেই নিজেকে
বাস্তবতা দেখে আর উঠি না ত চমকে
হৃদয়ের রক্ত, দেখে দেখে শক্ত
হওয়া ছাড়া আর কি বা করার বাকি?
শেষমেশ লক্ষ্যটা খেয়ে গেল থামকি।


রাত ১০: ১৫ মিনিট
  ০৬-০৮-২০২০ ইংরেজি


আলীপুর, উমরপুর, ওসমানীনগর, সিলেট।