আমি যদি চলে যাই তোমাদের ছেড়ে
যদি আমি চলে যাই অচিনপুরে
যদি আমি চলে যাই অনেক দূরে
হারিয়ে যাই যদি কোনও এক ভোরে৷



যদি আমি তোমাদের পাশে নাহি থাকি
যদি আমি তোমাদের কাছে নাহি থাকি
জীবনের তরে যদি দিয়ে যাই ফাকি
বিরহের ছবি যদি দিয়ে যাই আকি৷


যদি আমি নিজেকে গোপন করি
অজানার পথে কভূ দিয়ে দেই পাড়ি
চিরতরে তোমাদের সাথে দেই আড়ি
চিরতরে চলে যাই তোমাদের ছাড়ি৷


অনেকেই হয়তো ভাসাবে নয়ন
অনেকেই হয়তো জড়াবে কাপন
অনেকেই কাঁদবে অঝোর ধারায়
বেহুশ হয়ে যাবে বিয়োগ ব্যথায়৷


অনেকে আবারো হাসতে পারে
খুশির তালে তালে নাচতে পারে
পাগলের প্রলাপটা বকতে পারে
আনন্দ-ফুর্তি করতে পারে৷


যে যাই করুক; তাতে আসে যায় না
দু'দিনের দুনিয়ায় যায় আসে না৷
পরকাল যদি আমি পেয়ে যাই ভাই
নিন্দুকের নিন্দার পরোয়া আর নাই৷



আমি তো চাই শুধু আখের ফসল
উভয় জাহানে হইবো সফল
প্রভুর রহমত পাবো আমি সারা
বর্ষিত হোক সেই করুণার ধারা৷


২৬/৮/১৮
রাত ৯-৩০ মিনিট


নিজ বাড়ি