মুখের ভাষা মনের ভাষা
হৃদয় ভাষা কাব্য হয়
যেমনে পারি তেমনি কথা
বললে সেটা কাব্য নয়।


কবি হওয়া, কাব্য লেখা,
থাকতে পারে সবার জোক
থাকতে পারে সবার আশা
ভাবতে পারে পথন্মোখ।


ভাবতে পারে নিজের মত
ভাবতে পারে যে বা কেউ
নিয়মনীতি মানে যে জন
কবি হতে পারে সেও।


বিকাল ৩:৪০ মিনিট
০৭-০৮-২০২০ ইংরেজি


আলীপুর, উমরপুর, ওসমানীনগর, সিলেট।