দেখেছি চাঁদ তারার আলো
মশাল,প্রদিপ,বাতির আভা
দহন-পীড়ন প্রসবীণির
দগ্ধ ভিষণ শুভ্র প্রভা।


এসব কিছু তোমার পায়ে
লুঠে,নিলো ভিক্ষা চেয়ে
তুমি মহান,শ্রেষ্ট তুমি,
শ্রেষ্ট তোমার রুপের বিভা।


বিঃদ্রঃ কাব্যটি নাত।


রাত ০২ঃ২৫ মিনিট
০৫-০৭-১৫ ইংরেজী


নবম শ্রেণীকক্ষ,
উমরপুরবাজার মাদ্রাসা,ওসমানীনগর,সিলেট।