আমি জানি না
আমি জানি না তুমি কোন সত্ত্‌বা
আর কিইবা  তোমার পরিচয়


তুমি হাসান বছরী নাকি
নাকি বায়েজিদ,কেশরী খালিদ?


আমি জানি না।
জানি না তুমি কি সালাদিন?
নাকি নুরুদ্দীন?নাকি সুফিয়ান?
নাকি আরও কোন ও নব সৈনিক?


নাকি উসামা,উমর,আওলাকি!!!
আয়মান,আসেম বা মুহাম্মদ?
আমি জানি না।


আমি জানি না তুমি
গর্জে উঠা টর্নেডো,সাইমুম
বা নার্গিস নাকি বাতিলের আশিবিষ?


জানি না তুমি
থানভী,মাদানী নাকি গাঙ্গুহী-রুপ
নাকি তুমি মুজাদ্দিদে আলফে সানী
কাদির জীলানী ধ্রুব!!
আমি জানি না।


আমি জানি না
তুমি ফখরে বাঙ্গালীর নব প্রাণ?
নাকি আপোষহীন বীর সৈনিক
শায়খুল হাদিস আজিজ হক্‌বের
উপপ্রাণ!!!
আমি জানি না।


তবে আমি জানি।


আমি জানি
তুমি হতে পারো কোনও মুজাদ্দিদ
বা আপোষহীন কোনও বৈপ্লবিক।


আমি জানি তুমি
হতে পারো কোনও নব ওয়ালীউল্লাহ।


দুপুর ০১ঃ২৫ মিনিট
০৪/০৭/১৫ ইংরেজী


নবম শ্রেণীকক্ষ,উমরপুরবাজার মাদ্রাসা,ওসমানীনগর সিলেট।