বরষের পর এলো ফের
হরষের সওগাত।


সারা গাঁয় যেনো উল্লাস-
সুখের তেলেসমাৎ


বরষের পর এলো ফের
হরষের সওগাত।


ভোরের বাতাস নির্মল বাণে
কিচির মিচির পাখিদের গানে
মেদিনীর বটে স্রোতস্‌বীনি তটে
জানালাম সুপ্রভাত।


বরষের পর এলো ফের
হরষের সওগাত।



আজ মিটে যাবে সব ভেদাভেদ
মারামারি আর রিলেশন চ্ছেদ
মিটে যাবে যত কথা কাটাকাটি
আর শত্রুতা বাত।


বরষের পর এলো ফের
হরষের সওগাত।


ঈদগায় যত যুবক-বৃদ্ধ
পাপী তাপী আর পূণ্যে সিদ্ধ
তাকবীর মুখে উল্লাস সুখে
বুকে বুক,খোশ প্রাত।


বরষের পর এলো ফের
হরষের সওগাত।


শত্রুতা আর লাঠালাঠি ভুলে
দলাদলি আর হানাহানি ফেলে
সাম্যের গিতি মনুষ্য প্রীতি
দিলপ্রেমে দিল মাত।


বরষের পর এলো ফের
হরষের সওগাত।


মহিলা,পুরুষ,বৃদ্ধ,শাবাব
ফিরনী,পায়েস,শিরনি কাবাব
সন্দেশ ঘ্‌রানে মুগ্ধতা বাণে
মহের মোহেতে মাত।


বরষের পর এলো ফের
হরষের সওগাত।


দুপুর ০২ঃ৫৫ মিনিট
১৮-০৭-১৫ ইংরেজী
(ঈদুল ফিতর)
নিজবাড়ী