শান্তি পথে ভ্রান্তি বেশি বিজ্ঞজনে বলে,
চক্ষুশূলে ভণ্ড বাবা ক্ষিপ্ত রাগে জ্বলে!
দগ্ধ হয়ে শক্ত হীরা বহ্নি তাপে গলে,
গণ্ডগোলে পণ্ড হয়ে মুণ্ড গেল  তলে!


যুক্তি দেখে ভক্তি আসে মুক্তি নড়েবড়ে,
ইচ্ছে খুশি তেষ্টা মিটে ইষ্ট গীতি  করে।
ধন্য হতে ঘৃণ্য নীতি জিম্মি রাখে ঘরে,
জব্দ করে রক্ত চুষে অট্টালিকা গড়ে!


বিন্দু থেকে সিন্ধু গড়ে হত্যা লীলা খেলে,
শান্ত জনে ভ্রান্ত করে বন্দি রাখে জেলে।
লিপ্সা বেড়ে ছন্নছাড়া  মদ্য হাতে পেলে,
সন্ধি বিনে অর্থ চুরি লজ্জাহীনা ছেলে।


সস্তা পেতে রাস্তা হতে বস্তা ভরে টাকা,
ধার্য করে গণ্ডা কারি নইলে মাথা বাঁকা।
হত্যা করে অট্টহাসে রক্ত জলে মাখা,
লক্ষ্মী বধূ লজ্জা হেরে নষ্ট করে শাঁখা।



ময়মনসিংহ