** সপ্তক্ষরা বৃত্তি বা ৭ বৃত্তি : যেসব সংস্কৃত ছন্দের প্রতি চরণে ৭ টি অক্ষর বিদ্যমান তাদের সপ্তক্ষরা বৃত্তি বা ৭ বৃত্তি বলে।


** সপ্তক্ষরা বৃত্তির ৪টি ছন্দ ইতিপূর্বে আলোচিত হয়েছে। এবার পরবর্তী দু'টি ছন্দের পর্যালোচনা করছি।


** আজকের এই অধিবেশনটি উৎসর্গ করছি অত্যন্ত শ্রদ্ধাভাজনাসু কবি চৈতালি দাস মজুমদার দিদিভাইকে। সাহিত্য পথে পথ চলার সুবাদে দিদির নিকট চির কৃতজ্ঞ, তারই স্মরণে নিবেদন করলাম।


♦♦ ছন্দালোচনা


৫. সংস্কৃৃত  সমালি ছন্দ :


সংস্কৃত রীতিতে : গুরু  লঘু গুরু লঘু গুরু লঘু গুরু
বনেদী ছন্দে     :  বদ্ধ মুক্ত বদ্ধ মুক্ত বদ্ধ  মুক্ত বদ্ধ
আধুনিক বাংলায় : ধিন তা ধিন তা ধিন তা ধিন
প্রতীক: s v s v s v s  বা  – |   –   | –   |  –
উদাহরণ:
সংস্কৃতে :
চাবি হার কিজ্জহী তিণ্নি গন্ধ দিজ্জহী
সত্তঅক্খবা ঠিঅা সা সমালি আপিআ।
(ব্যাখ্যা :
চা/গু, বি/ল, হা/গু, র/ল, কিজ্/গু, জ/ল, হী/গু
তিন্/গু, নি/ল, গন্/গু, ধ/ল, দিজ্/গু, জ/ল, হী/গু
সত্/গু, ত/ল, অক্/গু, খ/ল, বি/গু, ঠি/ল, আ/গু
সা/গু, স/ল, মা/গু, লি/ল,  আ/গু, পি/ল, আ/গু)


বাংলায় :
মন্দ কার্যে গন্ধ বেশ
বাস্তু ধর্ম তাই তো শেষ
ভিক্ষাবৃত্তি রক্ষে নাই
আস্তে আস্তে মুণ্ডু ছাই।
(পরিণাম/জগবন্ধু রায়)


ব্যাখ্যা :
মন্/ধিন, দ/তা, কার্/ধিন, যে/তা, গন্/ধিন, ধ/তা, বেশ/ধিন
বাস্/ধিন, তু/তা, ধর্/ধিন, ম/তা, তাই/ধিন, তো/তা, শেষ/ধিন
ভিক্/ধিন, খা/তা, বৃত্/ধিন, তি/তা, রক্/ধিন, খে/তা, নাই/ধিন
আস্/ধিন, তে/তা, আস্/ধিন, তে/তা, মুন্/ধিন, ডু/তা, ছাই/ধিন


৬. সংস্কৃত  সুবাস ছন্দ


সংস্কৃত রীতিতে : লঘু লঘু লঘু লঘু  গুরু  লঘু  লঘু
বনেদী ছন্দে     :  মুক্ত মুক্ত মুক্ত মুক্ত বদ্ধ মুক্ত মুক্ত
আধুনিক বাংলায় : তা তা তা তা ধিন তা তা
প্রতীক: v v v v s v v   বা  |  |  |  |  –   |  |  
উদাহরণ:
সংস্কৃতে :
ভণত সুবাসউ  লহু সুবসেসউ
বই চউ মত্তহ  ভগণহি অন্তহ।
(ব্যাখ্যা :
ভ/ল, ণ/ল, ত/ল, সু/ল, বা/গু, স/ল, উ/ল
ল/ল, হু/ল, সু/ল, ব/ল, সে/গু, স/ল, উ/ল
ব/ল, ই/ল, চ/ল, উ/ল, মত্/গু, ত/ল, হ/ল
ভ/ল, গ/ল, ণ/ল, হি/ল, অন্/গু, ত/ল, হ/ল)


বাংলায় :
আঁকাবাঁকা জল খেলে
প্রতি রাতে ডাল মেলে।
আয়ু - বায়ু ছল - ছলে
খালি  হাতে  যায়  চলে।
(শূন্যে যাত্রা/জগবন্ধু রায়)


(ব্যাখ্যা :
আঁ/তা, কা/তা, বাঁ/তা, কা/তা, জল/ধিন, খে/তা, লে/তা
প্র/তা, তি/তা, রা/তা, তে/তা, ডাল/ধিন, মে/তা, লে/তা
আ/তা, য়ু/তা, বা/তা, য়ু/তা, ছল/ধিন, ছ/তা, লে/তা
খা/তা, লি/তা, হা/তা, তে/তা, যায়/ধিন, চ/তা, লে/তা)


ধন্যবাদ
আজকে এপর্যন্তই ইতি টানছি।


পরবর্তী অধিবেশন >>