এই দুনিয়ার মানব জনম
                           বিদায় বেলার কালে,
দুই নয়নের অশ্রু ধারায়
                           শোকের বেদন ঢালে!
কাতর গলায় পূর্ব স্মৃতির
                           অাহাজারি গান বলে,
উঠান মধ্যে নিকট স্বজন
                           কাঁদিয়া কাঁদিয়া গলে!


কতটুকু স্মৃতি, কতটুকু ছবি,
                           দেয়ালে রহিছে ঝুলে,
জগৎ জননী দেখিয়া কাঁদিছে
                           দুলিছে কলমী দুলে!
নিথর হইছে দেহখানা আজ
                           মরার কান্না কেঁদে,
আপন হারার বেদনায় মাগো
                           সাজিছে সাধের বেদে!


চুলের খোপায় নিলিমার জট
                           পড়িছে মাটির শাড়ী,
পাগল প্রলাপ সদাই তাহার
                           ছাড়িছে সখের বাড়ি!
খাবার বসিলে কাঁপিছে দুহাত
                           থালায় ভাতের মুঠো,
চাহিয়া রহিছে অবাক নয়নে
                           বদনে দেয় না দু'টো!


শবের যাত্রী সাজিছে মনবী
                           তুলসী তলায় শুয়ে,
চির জনমের শ্মশান সারথি
                           কোমল হৃদয় ছুঁয়ে!
শ্মশান মধ্যে মরণ বাসর
                           চন্দন কাঁঠে সেজে,
শুভ্র বসনে ঘুমিছে চিতায়
                           জ্বলিছে কাঁঠের মেঝে!


অনল দহনে সাধের দেহটি
                           পুড়িয়া হইছে সারা,
শ্মশানে ঘুমিয়া রহিছে তোমার
                           আপন স্বজন যারা!
তুমিও ঘুমাবে আমিও ঘুমাব
                           সকল মায়াই ছাড়ি
শ্মশান ঘাটের যাত্রী সাজিব
                           শ্মশানে রহিব পড়ি!