.         কচিকাঁচা শিশুতোষ সাদামাঠা মন
          হাঁটাহাঁটি বেড়ে ওঠে সোনামণি ধন।
                      হাসিখুশি ভরা মুখ
                      ধূলি খেয়ে একি সুখ!
          তাহা দেখে পিতামাতা হেসেহেসে কয়
          চিরসুখী হয়ে বাছা কেড়ে নিলে জয়।


          খেলাধুলা করে বাছা কাটে সারা-ক্ষণ
          ছুটাছুটি   করে  সাজে নিরবধি  রণ।
                      পরাজয়ে ঢাকে মুখ
                      কেঁদে কেঁদ ঘুচে দুখ।
          কোলে  ওঠে গদগদে  বলে বাছাধন
          চুড়িমালা ছিঁড়ে ফেলে দিলো কাঁটাবন।


          ধীরে ধীরে আরাধনা হয়ে গেলো শেষ
          অবশেষে হাসি-মুখে দেখি তারে বেশ!
                      চুড়িমালা আরো নিও
                      মেলা থেকে কিনে দিও।
          মাতাপিতা   পিছুপিছু  বলে  শুধু  এই
          কিনে যদি নাহি দেবে, দেবো তবে ঘেই।