মাঝে মাঝে ভাবি এখানেই শেষ তোমার আমার পথ চলা ।
অকারণে অভিমানে নিজেকে অনেক অনেক দূর নিয়ে যেতে ইচ্ছে করে ।
আমি জানি আমি এমনই
অকারণ অভিমান মাঝে মাঝে আমাকে নিশ্চুপ করে দেয় ;
কেন এমন হয় সে শুধু অভিমানী প্রেমিকেরাই জানে
সে শুধু তারাই জানে যারা
ভালোবাসে ভালোবাসার চেয়েও বেশি
যতোটুকু চাই তার চেয়ে কম পেলেতো অভিমান হবেই
ভালোবাসার স্থলে অবহেলা পেলেতো অভিমানে হৃদয়ে রক্তক্ষরণ হবেই
তুমি বুঝবে না কোনদিন
তোমাকেতো শুধু ভালোবাসা দিয়েছি , অবহেলা পাওনি কোনদিন
কি করে বুঝবে তার আঘাত কেমন ?


কষ্টটুকু তোমাকে বুঝাতে পারি না
অবহেলার ব্যথাটুকু প্রকাশ করতে পারি না
তোমাকে বুঝাতেও পারি না ভালোবাসি কতো
তাই কষ্টটুকু বুকের ভেতর সযত্নে রেখে চলে যেতে চাই দূরে ,
অনেক দূরে   .....
নিরবেই চলে যেতে চাই তোমাকে ভুলে  ...
------------------------
জাহান
১২:৫৮ রাত
২৩.০৫.২০১৪