তুমি দূরে চলে গেছ যদি মায়ার স্পর্শটুকু কেন নিয়ে গেলে না
ভুলে গেছ হয়তো , স্মৃতির দুয়ারে দিয়েছো কপাট
তবে স্মৃতি কেন নিয়ে গেলে না ..
তুমি নেই এ জীবনে তবে কেন আছো বসে এ হৃদয়ে ।।


তোমার স্পর্শটুকু ভুলে যেতে চাই কেন পারি না
তোমার অবহেলাটুকু ভুলে যেতে চাই কেন পারি না
তোমার চলে যাওয়া দৃশ্য কেন বারেবার আমার চোখে ভাসে
তোমার মায়াভরা মুখটি কেন চপল হাসে স্মৃতির ফ্রেমে
আসলে কি ভালোবেসেছিলে নাকি  অভিনয়ে
তুমি নেই এ জীবনে তবে কেন আছো বসে এ হৃদয়ে ।।


ভুলে গেছো আমাকে ভুলে গেছো প্রেম
আমি কেন ভুলতে পারি না ;
হায় ভালোবাসা মিছে কাছে আশা
আবেগে জড়িয়ে শুধু দিয়ে যায় বেদনা
স্বপ্নের জাল বুনে কেন তা ছিড়ে ফেলে চলে যায়  
যে পাখি খাঁচা ভেঙ্গে  উড়ে গেছে সে কখনও ফিরে না
অবুঝ মন কিছু বুঝে না তাকেই ফিরে পেতে চায়
বেঁধে রাখতে চায় কেন প্রণয়ে
তুমি নেই এ জীবনে তবে কেন আছো বসে এ হৃদয়ে ।।


---------------------
জাহান
০১.০৭.২০১৪
খসড়া : ২২.০৬.২০১৪