তার মায়াবী চোখে চোখ পড়তেই কেমন যেন ভাল লাগা ছুঁয়ে গেল হৃদয়
জীবনের চুর পুলিশ খেলতে খেলতে যখন বড়ই ক্লান্তি লাগছিল ,
এক ঘেয়েমি ছুঁয়ে ফেলছিল আমাকে ঠিক এমনই সময়
তার চোখে নতুন এক আলো আমাকে নতুন কিছু ভাবতে দিল ,
তার সমুদ্র চোখে যেন দেখলাম
আমার হাজার বছরের তৃষ্ণার জলে পূর্ণ হয়ে আছে ,
কেবল আমি হাত বাড়ালেই পাব ।
তার নয়নের কোমলতা আমাকে এক নতুন ভবিষ্যতের কথা বলছে
এক নতুন পৃথিবীর কথা বলছে  ...
সেই পৃথিবীর মুখ দেখার বড়ই লোভ হল আমার
তার চোখে চোখ রেখে ভালবাসার কথা বলার সাধ হল আমার  ...
যেন আমার হাজার বছরের রুগ্ন ক্লান্ত হৃদয়ে আবার জেগে ওঠল জীবন
যেন আমার এক জনমের শেষে পেলাম দ্বিতীয় জনম
যেন এক ক্লান্ত শ্রান্ত তৃষ্ণার্ত পথিক পেলাম জল এবং ছায়া
আমাকে ব্যাকুল করে দিল তার দু'টি চোখ ,তার দু'চোখের মায়া  .....
নিজেকে সামলে নিলেম ।
যদি পাই প্রেম ,
তাকে উজার করে দিব তিল তিল করে বুকের সিন্ধুকে জমানো সবটুকু ভালবাসা ।
যদি পাই তার বুকে একটু ঠাঁই ,
তার হৃদয়ে হৃদয় মিলাই ,
নিজেকে বিলিয়ে দিব তার মাঝে  ...
তার মায়াবী চোখ , তার সমুদ্র চোখ , তার আয়ত কোমল নয়ন
আমাকে হাতছানি দেয় এক নতুন আলোর ,নতুন পৃথিবীর  ...


--------------------------
জাহান
১:৫৪ রাত
২৫/১২/২০১৩