(একটি ভুল নোট : একান্তই নিজেকে নিয়ে লিখা । )

ভুল চাওয়া কিংবা আপাদমস্তক ভুলে ভরা ।
চাই । মানে চাই ।
পাওয়ার জন্যে একটা সময়ের  সীমাবদ্ধতা লাগাই ।

এ গোলাপ হোক আমার ।
আজ এবং আজ ।
কাল যদি পাই দরকার নাই ।


যদি দিতে না পারো গোলাপ
তবে জুঁই চামেলীর  কথা যেন আসে না  ...
গোলাপ চেয়েছি উপদেশ কিংবা বিকল্প  না ,
সে নাহয় আমি দেখবো আমার চাওয়া আমার ভাবনা
তুমি না হয় তোমায় নিয়েই ভাবো  ...


ভুলে ভরা চাওয়া আমার ভুল থাকুক
এটাই আমার সুখ কিংবা যন্ত্রণার কাব্য গাঁথুক


তুমি না হয় শুদ্ধ সুঁইয়ের
রঙিন সুতোয় মালা গাঁথো শুদ্ধ প্রেমের |

আমার চাওয়া আমারই থাক ।
চাই । আজ এবং আজ ।


----------------------
জাহান
২:৩৪ মধ্যাহ্ন
১৭.০৭.২০১৪