নদী কিংবা পাখির কাছে নিজের মনের দুঃখটুকু বলব নাকি বলব না ?
আকাশ কিংবা মেঘের কাছে, বৃষ্টি কিংবা ঘাসের কাছে
বলব নাকি বলব না ?
হরেক রকম দুঃখ আমায় ঘিরে থাকে
নাম বেনামের দুঃখ আমায় ভালবাসে
এমন কি যে আমার মাঝে ; যন্ত্রণাকে কাছে টানে ?
বলব নাকি দিগন্তকে আমার মৃত ইচ্ছাগুলো ?
আমার সকল গোপন ব্যথা , নীল গোলাপে ভালবাসা ,
নীল মেয়েতে আকর্ষিত আমার দেহে পল্লবিত
হরেক রকম দুঃখ গাঁথা বলব নাকি ঘাস ফড়িং'কে ?
আহা ! বলব নাকি বলব না ; দ্বিধায় আছি |
না পাওয়ারই যন্ত্রণাকে না হারিয়ে বুকের মাঝে পুষে রাখি
দিনে রাতে , হাতের কাছের ঘাস ফড়িং'টা উড়ে গেল
কতই দূরে আমি তবু পড়েই আছি আপনজনের পর হয়ে |
বুকের কাছে দেহের ভাঁজে ছুঁয়ে দেয়ার গোপন লাজে
লাজুক মনের কামনাকে গুপ্তহত্যার দায়ে আমি খুনি হলেম |
আমার তবু ঘোর কাটেনি প্রেমিক হবার |
বলব নাকি দুঃখ আমার রাত দুপুরে চাঁদের কাছে?
জোছনা কিংবা রাতের কাছে ?
জোনাক পোঁকা , হুতুম পেঁচা কিংবা রাতের স্বপ্নটাকে ?
নাম বেনামের দুঃখ আমার |
প্রিয়জনকে ভুলে যাবার , রাত্রি হলে জেগে থাকার ,
ঘুমের মাঝে বোবা স্বপ্নে জেগে ওঠার কষ্ট আমার
মনের মাঝে জেগে থাকে দুঃখ হয়ে |
বলব নাকি দুঃখগুলো আমার ঘরের চার দেয়ালে জেগে থাকা
আমার নিজের ত্যাগ করা ওই প্রশ্বাসটাকে ?
জাহান এখন দ্বিধায় আছে |
হরেক রকম দুঃখ নিয়ে বুকের মাঝে |
দুঃখ যখন চারিপাশে ঘিরে থাকে
বাতাস কিংবা রোদের মত আধার কিংবা বৃষ্টির মত ,
কাকে বলবে দুঃখ কথন ?
দ্বিধায় আছে জাহান এখন ....
--------------------
জাহান
৩০/০৯/২০১২