মাঝে মাঝে ইচ্ছে করে বলি হে চাঁদ , হে আমার সুন্দরী প্রিয়তমা ,
আকাশের বুকে কাটে তোমার রাত, মেঘ ছুঁয়ে ছুঁয়ে সময়কে
ধন্য করো তুমি পূর্ণিমা রাতে আমার ঘরের চালের ফাঁকে
উপহাসের হাসি দাও কেবল , তোমার কখনও সময় হবে না
আমার দরজায় এসে ভালোবাসার বার্তা দিয়ে যাওয়ার ,
কিংবা নদীর ধারে আমার পাশে বসবে না তুমি কোন দিন !
দারিদ্রে ভরা শ্রমের ঘামে ভেজা এই ময়লা হাতে হাত
ধরবে না তুমি , সে সময় কোথায় তোমার !


তুমি কেবল ওই দূর আকাশে থেকে জোছনা ছড়াবে ,
তুমি কেবল আকাশে ভেসে যাওয়া মেঘ ছুঁয়ে দিবে ,
পাহাড়ের গা ঘেষে-ঘেষে , বিরাট বনের উপরে গাছেদের
মাথা ছুঁয়ে ছুঁয়ে উপরেই থাকবে তুমি ।
মাঝে মধ্যে জোছনায় সারাটা পৃথিবীকে মাতাল করে
আমাদের বড় পুকুরের বুকে অদ্ভূত সুন্দর এক রূপ নিয়ে
আসবে , তবু তুমি আকাশের বুকেই ভাসবে ।
আকাশের বুকে । আমি কেবল মাটির পৃথিবীতে
থেকে তোমাকে ভালোবেসে যাবো , তোমাকে চাইবো
খুব বেশি কাছে চাইবো কিন্তু পাবো না কোন দিন ।
তোমার কখনও সময় হবে না মাটির পৃথবীতে আসার ।
আমাকে ভালোবাসার । ভালোবেসে এই হাতে  হাত রাখার ।


তুমি আমার হৃদয়ের ব্যাথা কখনও জানলে  না ।
তুমি আমার দু'চোখের জল কখনও দেখলে  না ।
কখনও জানতে চাওনি কি কারণে বেদনায় নীল হয়েছি
আমি ; তুমি জানো না তুমিহীনা  আমার পৃথিবী
কতোটা আঁধারে ডুবে যায়  ..


ওগো চাঁদ ।
আমার নিসঙ্গ রাত কাঁটে তোমাকে ভেবে ,
আমার প্রতিটিক্ষণ তোমাকে দেখার স্বপন বুনে চলে যায় ।
তন্দ্রার ভেতরে তোমার জোছনার রং দেখি ,
মগজে ও মননে তোমাকে গেঁথে রাখি ,
কবিতা ও গানে শুধুই তুমি ।
তবু তুমি আমার কবিতার ছন্দে আসো না
অন্য কোন মহা কবির ছন্দে তুমি ঝলমলে হাসি দাও ।
আমার গানের সুরে তুমি আসো না
অন্য কোন শিল্পীর সুরে নিজেকে উজার করে দাও ।
এতো বৈষম্য কিসের তরে বলো ?
আমি অতি ক্ষুদ্র নগন্য প্রেমিক তবু প্রেম আছে এই বুকে
অবিনশ্বর প্রেম । অশেষ ভালোবাসা আছে তোমাকে দেয়ার ।


আমি হয়তো অতোটা  বড় নই ।
আমি কেবল আকাশ ছুঁতে  পারি না ।
আমার গায়ে থাকে শ্রমে ঝরা ঘামের গন্ধ
আমার দু'হাতে ধূলো-মাটির  সুবাস ।
তাই বলে কি তোমার একটুখানি সময় ,
একটু প্রেম পেতে পারি না আমি ?
--------------------------------------
জাহান
০২:৩০ রাত
১৬.১০.২০১৪