(আহ্লাদী রাজকন্যার হাসির জন্যে )

তুমি হাসতে-হাসতে হাসি শেষ হলে মনে হয় যেন
পৃথিবীর সব সুন্দর ভীড় করে তোমার হাসির শেষ রেখায়
ঠিক যেমন করে সারাদিনের আলো শেষে আলো আর অন্ধকারে
এক অভূতপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে ।
তোমার ঠোঁটের কোণে যেন নিরাপদ আশ্রয় খুঁজে নেয়
প্রাণবন্ত হাসির ঝলক; ঠিক যেভাবে সারাদিনের ক্লান্ত সূর্য
আশ্রয় নেয় সন্ধ্যার বুকে আর তার রঙের শেষ আঁচরে
সাজিয়ে দেয় দূরের ক্যানভাস বিমোহিত করে কবিমন ,
তোমার হাসির শেষটুকু আমাকে কেমন উতলা করে ,
যেন এ এক ভিন্ন সৌন্দর্য ফুটে তোমার সারাটি মুখে ,
মায়াবী মুখখানা আরও মায়াবী হয়ে ওঠে ,
আমি কেবল বিমোহিত হই , আরও ভালোবাসতে উদগ্রীব হয়ে যাই ।
তোমার উচ্ছল উজ্জ্বল হাসি শেষের মায়াবীরূপটুকু
আমি খুঁজে পাই সন্ধ্যার মায়াবী রঙিন রূপে ....
যেন প্রকৃতি ও তুমি মিলে মিশে একাকার হয়ে আছো
কোন এক শৈল্পিক তুলিতে ..
-----------------------
জাহান আলম
০১.৪৯ রাত
০৩.১২.২০১৪
ব্র্যাডফোর্ড ,ইংল্যান্ড ।