সনেট-০২


হে মানুষী এসো ফিরে, বাঁধভাঙা জলের জোয়ারে,
ভাসাও শত বেদনা, রেখেছো বন্দী করে; খাঁচায়।
ধরো হাত --রাখো হাতে, চল যাই হারাবো সাগরে,
সফেন জলে চুবাবো -খেরোখাতা, করেছ বোঝায়;
শোকে অসুখে কথার অভিমানে, কর নতমুখ।
মুখ তুলো, দোর খুলো, আসো সুখ ভাগাভাগি করে
পাড়ি দেই শঙ্কনদী, সাঙ্গ করি অসুরে অসুখ।
এক হই দু'জনায়, মিশি আষ্টেপৃষ্টে; সকাতরে।
এসো হে মেজাজে বঁধু, জড়াও তাঁরে তোমার প্রাণে,
চোখের গভীরে ডুবে, তুলে আনি প্রবাল প্রাচীর।
যতোটা পাই তারচে -চাই ঢের শুধু মন জানে।
বুঝিবা না তুমি কভু, বিচ্ছেদে ক্ষত তীব্র গভীর।
যে হারায় অসময়ে, সে কি আগলে পুষে যতনে;
কালের বাজারে কিনে, বেচে তারে সময়-রতনে ।।