ধূমল চাদরে এসো শীত, বেড়ে দাও দু'টি হাত
প্রার্থনা, আমাকে গড়ে নিবে, ঠিক তোমারি ছাঁচ;
যেন শিরায় গেঁথে চরিত্র, পাই সমিল ছোঁয়াচ।
স্নিগ্ধ ফোঁটা জলে মুক্ত কর, শরীরে পুরনো বাত।


নিরাশার ঘাইঘুই শোনা, পড়ে নি তো কারো দায়!
জীর্ণ দীনতা খেদিয়ে দীপ্ত হয় যেমন নবীন ফুল
সে-মতো, ভুল শুধরে হোক চলা নির্মল, নির্ভুল।
মান ভেঙ্গে মেঘ তাই টুপটাপ শিশির ঝরায়।


ঠকে বা ঠেকে, ইচ্ছে যা বল, অপেক্ষায় দীর্ঘ পথ
চেয়ে তন্ময় আমি, অন্তরে এক পবিত্র ফিকির ;
কান পেতে শুনো বেহাগের সুর, তোমারি জিকির।
হৃদয়াহত পায়রা উড়ো, পুচ্ছ ঝেড়ে পত-পত।


জন্মের পর জানতে পারি, শরীরে শনির তিল ;
পিঠ ফিরিয়ে আজ অন্ততঃ করো না আহত, নীল।