তুমি আমার-
বেদনাবিধুর নীল অপরাজিতা ফুলের জঠরে ঝিলিকরাঙা একমুঠো সাদা সুখ।
তুমি আমার-
ঘন মেঘে ঘনিয়ে আসা জীবনে
আসমান ঝাঁকিয়ে অন্তর ভেজা এক পশলা প্রবল বর্ষণ।
তুমি আমার-
পাজরভাঙ্গা সাধনার তুলো থেকে মিহি সুতোয় বোনা ঢাকাই জামদানী; বেনারসি স্বজন।
তুমি আমার-
বুকের ধেঁইয়ে জ্বলা আগুনের স্ফুলিঙ্গে
অনুভূতির প্রতি তন্ত্রীতে প্রবোধ জড়ানো প্লাবন।
তুমি আমার-
থরে থরে সাজানো তরুণ বেদনার
দুপুর রাতের অন্ধকার আকাশে ভেসে ওঠা; ফুটা ফুটা নক্ষত্র ফুল।