আকাশ যেমন যায় না ছোয়া,
তেমনি মাটির হয়না পতন।
নদীর স্রোত আমায় যানে,
ঢেউ ভেঙে, নেয় যে পাড়ে।


আমার খায় আমার পরে,
আমাকে আবার বন্দি করে।
কেমনে থাকে ঐযে আকাশ
চন্দ্র সুর্য যায়না পড়ে।