আকাশ যদি কখনো জানতো
আমার চোখের তারায়
উঠেছে পূর্ণিমার চাঁদ।
ফুটেছে হাসনা হেনা জুঁই
চামেলী হিজল।


আকাশ যদি কখনো জানতো
আমার চোখের তারায়
উড়ে যায়
কাজল কালো মেঘ
ফোটাতে নতুন করে
ভেজা বর্ষার ফুল,
কেয়া কদম চালতা,
ফোটাতে বুনো তারার ফুল।


আকাশ যদি কখনো জানতো
আমার চোখের তারায়
উড়ে মেঘ দূরান্ত বর্ষায়।
ডানা মেলে বিহঙ্গ পাখিরা
পাহাড়ের নিমগ্ন ঝর্নায়।


আকাশ যদি কখনো জানতো
আমার চোখের তারায়
সোনালী ফসলের খোলা মাঠে
জোনাকির উদাসী আলো
হেটে হেটে যায়।
রোজ নেচে নেচে কাদামগ্ন জলে।


আকাশ যদি কখনো জানতো
আমার চোখের তারায়
হেমন্তের প্রথম শিশির
অশ্রু ফোটার মতো ঝরে
লাতা পাতায় নিগূঢ় জ্যোৎস্নায়।
----------------------------
তারিখ,০৬/০৭/২০২২,ইং
রোজ:বুধবার,
সময়:০৫:৪মিঃ,