আমার মাকে,
জাহাঙ্গীর আলম
============
আমার মাকে ভুলে গেছি আমি?
স্বপ্নে দেখিনা আর।
ক্ষমা কর হে জননী,
ক্ষমা কর তুমি,
ক্ষমা কর এই সন্তানের
এমন নিষ্ঠুরতার।


এই ভেজা মাটি মেঠো পথে হাটি, সবুজ পল্লব ফুল আর ফলে।
ভরে ওঠে উদ্যান
তোমারী আর্শীবাদে।


কি করে ভুলি বল মা,
এমন কি হয়?
রয়েছি পরবাসে তোমায়
ভালোবেসে,
মরিতে চাহে এ পরান,
তোমারী বুকে
মাথা রেখে,চরনে চুম্বন,


কি করে ভুলি যার দুগ্ধ
করেছি পান।
ক্ষমা কর এই সন্তানেরে,
তোমারী রক্তমাংসে গড়া যার প্রাণ।


রোজ:বৃহস্পতিবার
সময়:১১:৫,মিনিট,
তারিখ:১৮/০৬/২০২০ইং,
=============