বঙ্গদেশে হানা।
জাহাঙ্গীর আলম।


কেন তুমি ক্ষুব্ধ কি অভিমানে,
করেছো কঠিন রাগ আসো
বারে বারে।


বঙ্গব সাগরে জন্ম তোমার
দেও বঙ্গদেশেই হানা।
সুন্দরবন বঙ্গের প্রান,মহাপ্রাচীর
হিমালয় একাই তোলে মাথা
কত আর করবে সর্বনাশ,
লজ্জাত কি লাগেনা।
প্রাণের ক্ষয় বা ধ্বংস না হয়-- মহাপ্রলয়।এর বেশী কি তোমার,
বঙ্গ করে থোড়াই।


বঙ্গদেশের মাটি জল জন্ম থেকে জানে।কোন নামে আসবে তুমি,
আছে প্রস্তুত সাহস মহাশক্তি প্রানে।
যে শিশু ভূমিষ্ঠ আজ সেও দাড়ায় রুখে,বজ্রের মত বিক্ষুব্ধ মরে না,
ঝড় কিংবা দুঃখে।


কবিতার:নাম:বঙ্গ দেশ হানা
জাহাঙ্গীর আলম।
তারিখ:২৭/০৫/২০২০ই
রোজ বুধবার,
সময়,দুপর.১২টা.