বৃষ্টি বারন।


"জাহাঙ্গীর আলম"


কতটা তাপ বাড়লে চৈএে দুপুর কাঁদে।
কতটা অভিমানে নামে মেঘছায়া সুর্য রনে।


যদি বৈশাখ নাই পারে আনতে শিতল.গ্রীষ্মকালে।
তবে চৈত্রের চাতক শুলে চড়ে
বৃষ্টির পানে।


বনভূঁমে তৃণ লতায় অরুন মায়ায়
আনে প্রানে ধরনী
শিতল বৃক্ষের ছায়া।


শুকায় পুকুর নদী ফসলী জমি
চৌচির পথ মাঠ নামে মরু ভুমি।


চরমে উঠায়ে নামায় গরম,
নগ্ন সে তপ্ত বৃষ্টি বারন।