ভোরের কফিনে,সন্ধা নামে
ঢেকে পড়ে,কত না নিষ্প্রাণ,
এভাবে,মৃত্যু দূত,ডেকে নিয়ে যায়,
দৃষ্টির বাহিরে,যেতে হয়,
কেবল,জন্ম আছে যার।


নিদারূন অন্ধকার,দীনের আলো নেই,
এখানে জ্বালেনা কেউ,
আধারে,আলোর প্রদীপ।
চোঁখে দেখাই যায় না,কতটা অসহায়,


কফিনের সঙে কারা এসে,দাড়ায় পাশে,
বিবশ দেহ যানে না,কে আমি?
হরিনী কান,অন্ধ চোঁখ,স্তব্ধ কণ্ঠ,
নিস্তব্দ সব এখানে।


কফিনের বিশাল জগৎ
ঠিক জ্যান্ত পৃথিবীর মতো
সবের,বাহিরে,সুর্য ওঠে,
বাহাত্তর কাতারের পরে,
নিঃশব্দ,ভোরের কফিনে,
সন্ধা নামে শেষ অবদী পর্যন্ত।