==============
মৃত্যু যেন একটি পাখির ডাকের মত
অদৃশ্য বজ্রপাত
হঠাৎ যেন মেঘহীন বিষণ্ণ আকাশ।
মৃত্যু যেন একটি ঝড়ো হাওয়া,
আচমকা শ্রবণ বৃষ্টিতে ভেজা
খসেপড়া একটি পালক।


মৃত্যু যেন প্রচণ্ড ক্ষুধার্ত
দূর্ভিক্ষে হাহাকার।
সকল প্রাণ গিলে খাচ্ছে
খেয়ে যাবে
এটাই তার আহার।


মৃত্যু তোমার কাছে ফিরে আসে
সম্মুখে সকল প্রাণ
দেখেছো তুমি তাহারে কেমন
  অদৃশ্য নিঃপ্রাণ।


কবিতা:দেখেছো তুমি তাহারে কেমন
তারিখ:২২/০৫/২০২২,ইং
সময়: রাত:১২,টা
রোজ: শনিবার,