ব্যথীত ব্যথায় ঘাস ফুলেরা,
ফুটেই ঝুলে কলমি লতা,
অত্যাচারে জর্জরিত,
সন্মুখে তার জীবন ক্ষত।


কীট পতঙ্গ ঘাস ফড়িং,
নিষ্ঠুরতায় সব বিলিন,
গুল্ল লতা ঝলসানো
ভবিষ্যৎ,তার হইলো গত।


তপ্ত মাটির আর্তনাদে,
ফলবে না আর ফসল মাঠে,
মরুভূমি হাহাকারে জলের
তৃষ্ণায় ভূমি মরে।


মানুষেরা বুঝলো নারে
জীবন,জ্ঞান,ধরলো গুনে,
বৃষ্টি ঝরা মেঘের পাখি,
অনিবার্য দিবে ফাকি।


অমানবিকতায়,ধুকছে প্রান
সাবধান,নাহলে ধ্বংস প্রায়।