আজ বসন্ত,ফাগুন খুলেছে দোর
কচি পাতায় ব্যথা ভরা দিয়ে নিমন্ত্রণ
অথচ আজ,কবির শরির টা
ভালো নেই।


ভালো নেই প্রকৃতি,দেখেছি ফাগুন,
অধিক বেদনায় অশ্রু্সজল,
কোকিলের বিরহী ডাক-
হয়তো থামবে একদিন
বিবর্ণ উদাস দুপুরে,


কে না জানে,আমরাই তো
গলাটিপে হত্যা করেছি
তাদের আপন বন.
ফুল ও কলি।


আতঙ্কিত হই ঝরা পাতার মত
ঝরে খয়ে চূর্নবিচূর্ন হয়েছে
এ্যন্ট্যাকটিকার বরফাচ্ছন্ন।


এভাবে চললে অদূর ভবিষ্যতে
হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখবো,
হায় বসন্ত হায় ফাগুন।


তারিখ : ১৩/০২/২০১৯ ইং,
সময়:১১,৩৩ মিঃ