হিসেব কষো,
জাহাঙ্গীর আলম।
=========
বয়স ঠেকেছে শেষে,
আয়ু ফুরায়ে গেছে,
দেখ ঐ---
কমেছে চোখের জ্যোতি,
সয়ম বলেছে কানে।
হিসেব কষো অন্তর বাহির
আত্মার জীবনে।


একবিন্দু না রয় বাকী
গড়মিল শুন্য রাখি,
ডানে বামে ভাগ করিলে'ও
যোগ ফল যেন মিলে,
খোদার কাছে মুখ দেখাবে
আস্তায় নতশিরে।


ছাড়িবে ভুবন জানেনা কখন
হঠাৎ একদিন,
দেখিবে এসে বেলা শেষে,
হিসেব মিলিয়ে সবে।


পাবেতো তো ক্ষমা,
যা কেরেছো জমা,
শুন্য খাতা পুন্যে ভরা,
থাকে যেন তাই পাছে।
দেনা পাওনা মিটিয়ে যেও
ভুবন যেন হাসে।


হিসেব কষো,
জাহাঙ্গীর আলম।
রোজ:সোমবার,
সময়:১১টা,
০৬/০৭/২০২০.ইং,