হিংসা,
জাহাঙ্গীর আলম।
===========
কষ্টের আগুনে পুড়লে
নেহাৎ মন্দ নয়।
দুঃখের আগুনে পুড়লে
জীবন অসহায়।  


জলন্ত আগুনে পুড়লে,
হয়তো বাঁচার আশা থাকে।
কাঠ কয়লায় পুড়েলে ও
কিছু বাকী থাকে।

হিংসের আগুনে পুড়লে
কুড়ে কুড়ে জীবন ক্ষয়।
ভারত ভাগ পরিতাপের বিষয়,
সাতচল্লিশ এর হিংসায়,
রক্ত প্রবাহ গঙ্গায়
এখনো বয়।


হিংসা,
জাহাঙ্গীর আলম।
রোজ:শুক্রবার,
সময়:১১টা,
২৬/০৬/২০২০ইং,
=========