চৈএে শোকে বাদল নামে,
মেঘের মিছিল দেখে।
কালবৈশাখী বিছায়ে চটি,
ছুটলো বজ্র বেগে।


আসলো তেড়ে,আজ-ই ভোরে,
তুমুল বেগে ঝড়
বিধবা নারীর কঠিন দুঃখে
ভাঙলো কুড়ের ঘর।


বজ্রপাতে মরলো পুএ,
বৃদ্ধ মাকে রেখে,
অন্ধকারে ছেড়া আঁচল,
জড়িয়ে ছিলো শোকে।


একটি কাক কেঁদে গেল,
করুণ দৃশ্য দেখে।


ওলট পালট করলো ঝড়ে,
ডুবলো চারি ধার।
ঝড়ের সাথে যুদ্ধ করার,
সাধ্য আছে কার।


কত আশার মৃত্যু ঘটায়,
বৃষ্টি ঝড়ের ভোর,
নতুন করে বাঁচতে শিখায়,
কঠিন অন্তর।