আমার এ ক্ষুদ্র চোখ,ছুঁয়েছে চরন,পাহাড় চূড়া
স্বপ্নে দেখেছি তোমায়,তব বহুকাল আগে
দেখেছি অফুরন্ত সেই,মেঘের উড়ান্ত ডানায়,
কবিতায়,স্যাহিত্যে পংক্তিতে।


সাইবেরিয়া থেকে,এন্টার্কটিকার বরফাচ্ছন্নে,
সুমেরুবৃত্ত থেকে,নক্ষত্রের অগ্রভাগে,
দেখেছি হৃদয় নিংড়ানো জ্যোঁৎস্নায়,
একমুঠো রোদের প্রথম উপমায়,


রাত দ্ধিপ্রহর,ঘুমায়ে রয়েছি গভীর,
আমার কুড়ে ঘরে,
কখন এসে কোলটি ঘেষে
দাড়ায়ে রয়েছো তুমি,দখিন শিহরে।


দেখেছি তোমায়,দু চোখে,ভরে,
কেমন করে,ঘুমের ঘরে,
ক্ষমা কর হে কবি গুরু,
রাখি মিনতি।