"কলঙ্কের বিচার নাই"


"জাহাঙ্গীর আলম"


অবিশ্বাসের আগুনে পুড়লে
ঠিক সরলতা হয় ছাই।
ছড়ালে বাতাসে অন্ধ চোখে
কলঙ্কের বিচার নাই।


অন্যায়ের বিরুদ্ধে পাহাড় হলে
পাথরও ন্যায় কথা বলে
অবিশ্বাস তখন পালিয়ে মরে।


থাকে বিশ্বাস শুধু সময়ের ক্ষয়
বেলা শেষে জানবে ছিলো তার জয়।


ন্যায়ের যৌবন যখন টগবগিয়ে ওঠে,
আসে জোয়ার নিয়ম ভেঙে।