কথা মালা
       "জাহাঙ্গীর আলম"


কথা দেয়ার চেয়ে,কথা রাখা বেশ জরুরী,
কথার ফুলশয্যা সাজিয়ে সন্মুখে রাখি নিরবে।


আল্পনার দেয়াল,গেঁথে গেঁথে বেড়ে ওঠে 
কথা মাল্য চঞ্চল আঙিনায়।


দৃষ্টির সাকো পেরিয়ে,
কথাগুচ্ছ ভাসে বাতাসের গুঞ্জনে,
চোখের নৌকায় উঠায়ে পাল।


ব্যথার অতল ক্ষতের গভীরে,
পরম যতন্তে কথার প্রলেপ দিয়ে
জড়িয়ে রাখি শরীরে।


কতটা কষ্টে,জোর করে,মাটির বুকে
দেই চাপা, ভাবনাহীন রাখতে।