মাটির অবদান,
জাহাঙ্গীর আলম।
=========
হায়রে মাটি সত্যি তুই বেকুব
না,কী বোকা?
সকল প্রাণের খাদ্য যোগাস।
বেঁচে থাকার দেও যে নিবাস,
মিশবে সবে তোরই বুকে
জন্মেছে যার আছে প্রাণ।
করে কী,স্বীকার তোর অবদান।


দাঁড়ায়ে রয়েছে মাথাতুলে
যে মূর্তি কাঁদামাটি দিয়ে গড়া।  
সেও ক্ষয়ে মিশে যাবে একদিন
এই মাটিতে জানেনা তোর
অবদানের কথা।
  
সৃষ্টির শুরু পৃথিবীর শেষ,
জন্ম মৃত্যু ভাঙাগড়া,
দায় নেবেনা,আকাশ,বাতাস,
নেবেনা জল ফেরেশতারা।


আঁচড়ে পরে তোরই বুকে
ভূমিকম্প জলোচ্ছাস,
যেদিন হবে ধ্বংসলীলা,
কত যে কঠিন  মহাপ্রলয়,
ক্ষতচিহ্ন বয়ে বেড়াবে
শেষ বিচারে তুই একা।


মাটির অবদান,
জাহাঙ্গীর আলম।
রোজ:সোমবার,
সময়:১২.টা,
১৫/০৬/২০২০,ইং,
==========