মেঘ আর বৃষ্টি,
জাহাঙ্গীর আলম।
============
খুবই দুঃখ হয় তোমাকে দেখলে
শ্রাবণ এলে কিসে তোমার
এত অভিমান।
চোখ রাঙিয়ে কি বোঝাতে চাও।
ঘনঘেরা অন্ধকারে গম্ভীর  
আকাশ'কে।


রাগের মাথায় কিসের আহবান জানাও জ্বলন্ত বজ্রপাত কে।
কেন মুখটি বেজায় কালো হয়ে যায়,
একদম আর কথাই সরেনা।


মাটি একবার বলেছিলো
বৃষ্টিকে,
আমার কাছে তোমাকে
আসতে'ই হবে বৃষ্টি।
যতই কালো কর মুখটি তোমার ঘোমড়া অদ্ভুত ভার,
চোখ বুঝে আসতে'ই হবে।
আমার উপর।


যেমন আসে অন্ধকারে,
টুপ টুপ করে তোমার
চোখের জল।
তেমনি আসে অঝোর কান্না,
দুঃসময় ঘনিয়ে আঁধার।  


রোজ:মঙ্গলবার,
সময়:১১.টা,
২১/০৭/২০২০ইং
============