মিথ্যের মৃত্যুতে,


জাহাঙ্গীর আলাম


আমার হৃদয়ের অসীম ডাইরিতে,
বেঁচে রবে অমূল্য কাব্য সম্পদ।
সত্যের পাহাড় চুড়া না ধসুক
মিথ্যের আঁচে ।


কিকরে সত্য হত্যার বিপন্ন বৃষ্টিতে,
মিথ্যের মেঘগুলো ঝরে,
,সত্যের আকাশে ইচ্ছে মত।


ক্ষনিকের জীবন,ধুকে ধুকে মরে যাবে কি অকালে। মিথ্যের সব পথের মৃত্যু হোক,
চাই মিথ্যের মৃত্যুতে,পাথর কাঁদলেও
ঝরবেনা জল।


বলবেনা মোমের পুতুল কথা,
হৃদয়ের ডাইরি কতটা অন্ধ,
সত্যে কলঙ্কে থাকা।