অভিমুখে,
জাহাঙ্গীর আলম।
১২/০৬/২০২০ইং,
==========
নির্ঝুম রাত গোটা পৃথিবী,
ঘুমে অচেতন।জাগেনা
প্রেয়সী নিশিদিন প্রহর এখন।


রূপালী চাঁদ ফুলের সৌরভ,
অবিরত জোছনা আগের মতো। হায়রে অভাগা,কপাল পোড়া চিঠি।
ভুলে গেছে লেখা,চিরতরে
প্রেয়সী তোর।


অনবদ্য উপমা দারুন ছন্দে
  বিরহ অভিমান,পুষ্পিত প্রনাম,
  লেখেনা শেষে ইতি।


মুখ থুবড়ে পড়ে আছো,
কারো সংগ্রহশালায়,নয় জাদুঘরে।
বিমর্ষ অশ্রুসিক্ত,ফোটা
জলে ভিজে হয়তো শেষ হবে,
তোমার করুন স্মৃতি।


কখন আসবে চিঠি,
দখিন হাওয়ায় ভেসে,
না হয় ফাগুনের শেষে।
কিংবা জ্যৈষ্ঠের ঘাম ঝরা
ক্লান্ত দূপুর রোদে।


কি লিখেছে তাতে?
কোনো সংকেত?
নাকী বিপদবার্তা? হয়তো
সংক্ষেপে,ফুলেল শুভেচ্ছা প্রতি।
ব্যথিত কন্ঠে অঝোর কান্না
আছে বিরহ অভিমান
ভালো থাক ইতি।
শিমুল শেফালীর বিনিদ্র
লেখা চিঠি।


অভিমুখে,
জাহাঙ্গীর আলম।
রোজ:শুক্রবার,
সময়:১১:৫০,মিনিট,
১২/০৬/২০২০ইং
===========