প্রেম বড় নিষ্ঠুর
জাহাঙ্গীর আলম।
============
বিকালের নিরুত্তাপ রোদ,
সমস্ত আকাশ জুড়ে দিকেদিকে
ধেয়ে আসে অন্ধকার।


এই অন্ধকারপূর্ণ বারান্দায় রেখেছিলাম কৌতুহলী চোখ।
শুধুমাত্র তোমাকে একনজর
দেখার জন্য।


হেমন্তে শিশির যে রূপ ঝরে
ঠিক ঐ রূপ-
তোমার চঞ্চল হাসি।
দেখতে চেয়েছিলাম কপালের
কালো তিল,হাসলে হঠাৎ গালে মৃদু টোল।শুধু একনজর দেখবো বলে এতকিছু।


পরে দেখেছিলাম তুমি নও।
লাল টক টকে পায়ে পেখম খুলে মোহময় ভঙ্গিতে ডেকে ছিলো, হালকা খয়েরী ঝুটি বাঁধা পায়রা।


তোমাকে না দেখে
কয়েদীর মত অসহায় চোখ
ফিরিয়ে নিয়েছিলাম।
নিষ্ঠুর এমন প্রেম,অন্ধ করেছে আমার পোড়া চোখ।


প্রেম বড় নিষ্ঠুর
জাহাঙ্গীর আলম।
রোজ:শুক্রবার,
সময়:১০.টা,
১৯/০৬/২০২০,ইং,
==========