প্রাণ প্রিয় বঙ্গ লেখা,
জাহাঙ্গীর আলম।
১১/০৬/২০২০ইং,
=========
মাটি খুঁড়ে দেখি
কোমল বিস্তৃত,
ভিন্ন কিছু নাই।
স্তরে স্তরে অঙ্কিত,
জীবন্ত আমার প্রিয়,
বঙ্গ লেখা পাই।


দাঁড়ায়ে জলের উপরে
নক্ষত্রের ভেতরে।
গগন জুড়ে বিস্তৃত,
যে দিকেই তাকাই।
অন্য কিছু নাই,
প্রাণ প্রিয়--
আমার বঙ্গ ভূমি পাই।


জল নদী পাহাড়,
যে দিকেই তাকাই।
ভুবন জুড়ে সংহত,
সম্মুখে প্রিয়,
বঙ্গ লেখা পাই।


শিরায় শিরায় রক্তে আমার
মিশে আছে অঙ্গে,
মনন জুড়ে বঙ্গ লেখা,
নিঃশ্বাসে হৃদ্ পিণ্ডে।  


কবিতা:প্রাণ প্রিয় বঙ্গ লেখা,
জাহাঙ্গীর আলম।
রোজ:বৃহস্পতিবার,
সময়:রাত,১২:৪৫ মিনিট,
১১/০৬/২০২০ইং,
============