জ্যৈষ্ঠের দুপুরে রোদ্র করেছে রাগ,
কেন ঝিরি ঝিরি বাতাস থামলো,
আকাশ বলে রোদ্র তুমি শোনো,
ঐ যে দেখো,পুবাল বাতাস,ক্ষিপ্ত উতাল,
আষাঢ় নিয়ে এলো।


বেলা শেষে বিকাল হলো,দুপুর রোদের মৃত্যু এলো,গগন জুড়ে,ক্রোর্ধ মেঘে,
করলো অন্ধকার,
ঝপ ঝপিয়ে বৃষ্টি পড়ে,
বুঝলো আষাঢ়।


বকুল তলে,কদম ডালে,বাঁশ বাগানের ঝাঁড় গাইলো পাখি,দেখলো আঁখি দূরান্ত আষাঢ়।
কয় দিন আগে,রোদের রাগে,ছিলো শামুক মাটির খাদে,তৃপ্ত জলে উঠেলো নড়ে,
বাঁচলো এখন প্রাণ।


বুনো ব্যাঙের লম্বা ঠ্যাংয়ে,জলে পেলো বল,
পুবাল হাওয়া,আনলো আষাঢ়, রাগ করে উজ্জল।