শীতের পাগল,
জাহাঙ্গীর আলম।
===========
উত্তরে ওই আইলো বাতাস
শীতের লাগাম লইয়া,
কনকনে ভয় বরফ জলে
পাগল হইলাম নাইয়া।


স্নান খানায় দে মুড়িয়ে
কম্বল বিছাইয়া।
শীতে বধুর অঙ্গে আগুন
দেখবে বুকে তুইলা।
পুড়বে শীতে ঠান্ডা রাতে
পরম সুখে জ্বইলা।


কবে আবার আসবিরে তুই?
দখিন হাওয়া--
উষ্ণ আদর লইয়া।
ততো-খনে রইবো আমি
গোসল খানায় শুইয়া।


শীতের পাগল,
জাহাঙ্গীর আলম।
রোজ:শুক্রবার,
সময়:সকাল,১০.টা
০৭/০৮/২০২০ইং,
=========