শরৎ এর জ্যোঁৎস্না রাত,পড়েছে একটু হেলে,
ঝলমলে তারারা নেমেছে স্বচ্ছজলে,


উড়ে বেড়ায়,সঙ্খচিল,মায়ার ছায়া ফেলে,
হোগল বনে বাচ্চা ফুটেছে,গিয়েছে ভেসে মাতাল ঢেউয়ে,ফিরে পেতে,চায়,
কোথায় আছে,


নদীর বুকে একটুও,স্নেহ পড়েনি বাঁধা,
দুঃখের ডানায়,ভর করে,খুজে ফেরে তার ছানা, হয়েছে ক্ষিনও, ফিরে পাবার আশা,


বেদনায় ভাঙে ঢেউ,জ্যোঁৎস্নায়
ভরা নদীর বুকে,
মনে হয় পৃথিবীর ঝুলন্ত তারারা,
শোঁকে,আঁচড়ে পড়বে হোগল বনে।


দু'চোঁখে,করূন রোদনে চাপা দেয়
বেদনা হত স্বপ্ন,
নিঃস্বাস ফেলে চলে যায়,
সঙ্খচিলেরা অজানার পথে।
শরৎ এর জ্যোঁৎস্না রাত,হারিয়ে যায়
তিমির আধারে।