মরুভূমির জন্ম তো নয়
মহাসমুদ্রের জলে।
বৃষ্টি তো নয় চাতক পাখি
সৃষ্টি মহাকালে।


আগুনে কি রোদ্র পুড়ে,
পাহাড় কি আর আকাশ
ভাঙে।


তোমায় দেখে বৃষ্টি থামে
ভিজলে সর্বনাশ
কামুক মেঘে জারক রসে,
জলের অন্তবাস।