কালো মেঘের অবাধ আকাশ
আমরা এনে করিবো চাষ,
ফলাবো ফসল বিস্ময়কর!
সাগর মরু পাহাড় চূড়ায়।
অনাহারে মরিবেনা আর,
মানব কোন মায়ের সন্তান।


চাঁদেরপৃষ্ঠে লুকিয়ে আছে,
অমৃত তৃষ্ণার মহাসাগর,
আমরা চষে করিবো বাহির,
তৃষ্ণা মিটাব চিরতরে।


যতই কেহ শক্তি দেখাও,
কারবালা আর হবেনা কোথাও।
মানব জাতী যাবেনা ভুলে,
এমন দূঃখ কোন কালে।


ব্রহ্মপুত্র তিস্তা লুসাই,
কঠিন বাঁধে করবে থোড়াই,
মানব জাতীর কন্ঠে যে তাই,
হাহাকারের লেশমাত্র নাই,
জানাই জ্ঞানে,ভবিষ্যৎ ----
বিস্ময়কর! সুসংবাদ!
সুখী হবে এই ধরনী।