তোমাকে ভালোবাসতে গিয়ে
জাহাঙ্গীর আলম।
০৩/০৬/২০২০ইং,
============
তোমাকে ভালোবাসতে গিয়ে
শেষ পৌষের অধিক রাতে উল্লেসিত জোনাকির ঝলমলো আলো
হঠাৎ উধাও।
নির্জন আধারে কেমন যেন
লেগেছে আকাশ নক্ষত্রহীন।


তোমাকে ভালোবাসতে গিয়ে,
প্রথম চুমোর অর্ধভাগ আচমকা বিছানায় পড়েছিলো আমি আর খুঁজতে যাইনি।কাঁঠাল চাপার মৃদু  ঘ্রাণ। শিশিরে ভেজা স্নিগ্ধ ঠোটে।


তোমাকে ভালোবাসতে গিয়ে রাতের আয়নাটা খুলে দেখতেই, ধপাস করে ভেঙে পড়েছিল,
আধারে জল লেগেছিলো রহস্যময়।


তোমাকে ভালোবাসতে গিয়ে চন্দন তালা খুলে দেখি ভেতরে বসন্ত মুখর সন্ধ্যা এক পশলা বৃষ্টিতে শীতল শান্তিময় পৃথিবী আমার।


তোমাকে ভালোবাসতে গিয়ে
জাহাঙ্গীর আলম।
রোজ মঙ্গলবার,
সময়: ১২টা,
তারিখ: ০৩/০৬২০২০ইং,
============