ভালোবাসা সত্যিই যদি পাই
বৃক্ষের কাছে ক্ষমা চেয়ে নেব
ফিরিয়ে দিব বসন্ত চৈত্রের ভর দূপুরে
ঝরা পাতার কষ্ট গুলো ভুলিয়ে দিব
পল্লবে পল্লবে তার সৌরভ
ছড়িয়ে দিব
বিশ্বাস কর।


ভালোবাসা সত্যিই যদি পাই
বর্ষার প্লাবন বয়ে দিব
শ্রাবণ সন্ধায়।
জলের রহস্যময় আচারন
খুলে দিব বিছানায়
সাহিত্যের চারণভূমি
কবিতার বিশস্ত উপমায় ।
বিশ্বাস কর।


ভালোবাসা সত্যিই যদি পাই
একমোঠো রোদ উড়িয়ে দিব
শীতের কুয়াশা ভোরে
সোধ করে দিব সুর্যের শহস্র ঋণ।
উষ্ণ চুম্বনে।
বিশ্বাস কর।


ভালোবাসা সত্যিই যদি পাই।
প্রণাম জানাব একখানি চিঠি দিয়ে
বিশ্বাস যদি রাখ
ফিরিয়ে দিব বৈশাখ
কথা দিচ্ছি
ব্যথিত বৃষ্টির বিশস্ত ভাষা বোঝ।
বিশ্বাস কর।
ভালোবাসা সত্যিই যদি পাই।
---------------------------------
তারিখ, ২৭/০৫/২০২২, ইং
রোজ শুক্রবার
সময়,রাত, ১২-০৫ মিঃ